22 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - মার্চ ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার: ফখরুল

রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার: ফখরুল


বিএনএ, ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার । নির্বাচনকেন্দ্রিক সংস্কার আগে করে নির্বাচন দিতে হবে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ তথা বলেন।

তিনি বলেন, দেশ কঠিন সময় পার করছে, রাজনীতিবিদ ও সরকারে থাকা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অলীক ধারণা বা আবেগ দিয়ে চিন্তা করলে সংস্কার করা যাবে না ।

তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ