বিএনএ,ডেস্ক : রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন(২৫) নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাই করার সময় গণধোলাইয়ের শিকার হয় ওই তিনজন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. শোয়েব বলেন, ভোরে চাম্পাতলের সোয়ারীঘাটে ছিনতাই করার সময় স্থানীয় জনতা গণধোলাই দেন ওই তিন ছিনতাইকারীকে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের এখনো পরিচয় মিলেনি। তবে প্রযুক্তি মাধ্যমে তাদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। নিহত ও আহতদের পরনে শার্ট প্যান্ট ছিল। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান।
বিএনএ/ আজিজুল