29 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - জুন ২০, ২০২৪
Bnanews24.com
Home » সড়কে ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালুর দাবি

সড়কে ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালুর দাবি

সড়কে ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালুর দাবি

বিএনএ, ঢাকা: ঈদযাত্রায় পথে পথে লাখো মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক পদ্ধতির মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

মোজাম্মেল হক বলেন, ছুটিতে আনন্দযাত্রায় সড়ক দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু কমানো, ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় যানবাহন বন্ধ করা, নিম্ন আয়ের লোকজনের বাসের ছাদে, ট্রাকের ছাদে, পণ্যবাহী পরিবহনে যাতায়াত বন্ধ করা, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

ইতিমধ্যে সারাদেশে ৭১৪টি অধিক যানজটপূর্ণ এলাকার খবর গণমাধ্যমে এসেছে এবং ১০টি জাতীয় মহাসড়কের ২৩৮ টি অতিঝুঁকিপূর্ণ দুর্ঘটনাপ্রবল স্পটের বিষয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সরকারকে সর্তক করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ