16 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রমজানে দ্বিতীয় দশক মাগফেরাতের দশদিন

রমজানে দ্বিতীয় দশক মাগফেরাতের দশদিন

রমজানে দ্বিতীয় দশক মাগফেরাতের দশদিন

বিএনএ, ঢাকা: পবিত্র রমজান মাসকে রহমত, মাগফেরাত ও নাজাতে ভাগ করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) শুরু হবে রমজানের দ্বিতীয় দশক মাগফেরাত। মাগফেরাত অর্থ মার্জনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও গুনাহ থেকে নিষ্কৃতি লাভ। গুনাহ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। মানুষ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় গুনাহ করে। এটা খুবই স্বাভাবিক বিষয়। অস্বাভাবিক হলো গুনাহের উপর বছরের পর বছর অটল থাকা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা না করা।

যারা শয়তানের কুপ্ররোচনায় গুনাহ করে ফেলে এবং গুনাহ থেকে মাগফেরাত লাভ করতে পারে না তাদের জন্য মাগফেরাত লাভের বিশেষ সুযোগ হলো রমজানের দ্বিতীয় দশক অর্থাৎ মাগফেরাতের দশদিন। আল্লাহ রমজানের দ্বিতীয় দশকে বান্দাদেরকে বেশি হারে ক্ষমা করেন।

আল্লাহ তাআলা একাধিক আয়াতে উল্লেখ করেন- ‘আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল, যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে এরপর সৎ পথে চলতে থাকে।’ (সুরা ত্বহা: আয়াত ৮২)

‘তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।’(সুরা নাসর: আয়াত ৩)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ! তোমরা রাতদিন অপরাধ করে থাকো। আর আমিই সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফেরাত প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব।’ (মুসলিম ৬৪৬)

বিশেষ করে রমজানের এই দ্বিতীয় দশকে আপনিও এমন কাউকে ক্ষমা করে দিন। হয়ত এমন ভেবে রেখেছেন- যাকে জীবনেও ক্ষমা করবেন না। দেখবেন আল্লাহও আপনার এমন পাপগুলোকে ক্ষমা করছেন, যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না।

সহজভাবে বলা যায়, ‘ক্ষমা করলে, ক্ষমা পাওয়া যায়।’ আপনি অন্যান্য মানুষের থেকে পাওয়া কষ্টগুলোকে সহজে ক্ষমা করে দিন, আপনাকেও আল্লাহ ক্ষমা করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার মর্যাদাকেও বৃদ্ধি করে দেবেন।’

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ