35 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফ্রান্স ফুটবল দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। হুগো লরিস অবসর নেওয়ার পর কে হবেন ফরাসিদের নতুন অধিনায়ক? তা নিয়ে অনেক দিন ধরে চলছিল আলাপ-আলোচনা। অবশেষে নতুন অধিনায়ক পেয়েছে ফ্রান্স। সম্ভাব্য অধিনায়কদের তালিকায় ছিলেন- এমবাপ্পে, আঁতোয়া গ্রিজমান। লরিসের শূন্যস্থান এবার পূর্ণ করলেন এমবাপ্পে।

ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে জানা গেছে, এমবাপ্পেকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন দিদিয়ের দেশম। এর আগে এমবাপ্পের অধিনায়ক হওয়ার আভাস দিয়েছিলেন দেশম।

কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে ফ্রান্স। শুক্রবার (২৪ মার্চ) স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স।

এই ম্যাচ দিয়েই অধিনায়ক এমবাপ্পের যাত্রা শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। ৩৬ গোল করেছেন এবং ২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

বিএনএনিউজ/ বিএম

Total Viewed and Shared : 114 


শিরোনাম বিএনএ