28 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » কক্সবাজারে ডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি আটক

কক্সবাজারে ডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি আটক

কক্সবাজারে ডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি আটক

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার শহরের দিল্লি কিচেন নামক একটি খাবার হোটেলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আসল ডিবি পুুলিশের হাতে ধরা পড়লেন রহমত আলী (৩২) নামের এক যুবক । সোমবার (২০মার্চ) রাত ১০টার দিকে কক্সবাজারের ঈদগাঁ মাঠ সংলগ্ন দিল্লি কিচেন রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক পেকুয়া উপজেলার খাদিমেরকাটা, ৩নং ওয়ার্ড এলাকার মৃত আবুল হোসেন পুত্র। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

তিনি জানান, নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে খাবার হোটেলে যায়। সেখানে সে ডিবি পুলিশের পরিচয় দেয় এবং চাঁদা দাবি করে। পরে খবর পেয়ে তাকে আটক করে ডিবি কার্যলয়ে নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ যুবক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিএনএনিউজ/ শাহীন, বিএম

Total Viewed and Shared : 14 


শিরোনাম বিএনএ