30 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে দীর্ঘ লাইন

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে দীর্ঘ লাইন

শহীদ

বিএনএ ডেস্ক: ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছেন সাধারণ মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সবাই। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গেট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ।

পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী জগন্নাথ হলের গেটের সামনের রাস্তায় পুরো রাস্তাজুড়ে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। শ্রদ্ধা জানাতে আসা প্রত্যেককে তল্লাশি করা হচ্ছে। পরে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে হচ্ছে। অন্য রাস্তা দিয়ে বের হতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে সবাইকে নিয়ম মেনেই প্রবেশ করতে হচ্ছে। এক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ