ফেনী: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ফেনীর ছাগলনাইয়া মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে ছাগলনাইয়া মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলেজের সহ-সভাপতি, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার।
কলেজের অধ্যক্ষ আবদুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রভাষক মুন্সি মঈনুল হোসেন নিশানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া এডুকেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুন্সী এনামুল হক আজাদ,পরিচালক অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী ও পরিচালক ও সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী প্রমূখ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেখ হাসিনা বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির জীবন উৎসর্গের ঘটনা বিশ্বে অনন্য এক ইতিহাস। বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ব্যাপক চর্চার কারণে আজ বিশ্বে বহুল ব্যবহৃত চতুর্থ ভাষা হিসেবে বাংলা ভাষা স্থান করে নিয়েছে।
আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বার বার কারাবরণ করেছেন। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন করে। ফলে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
বিএনএনিউজ২৪,এবিএম নিজাম উদ্দিন, জিএন
Total Viewed and Shared : 168