32 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » দক্ষ জনশক্তি গড়তে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই:  বিএনএ সম্পাদক

দক্ষ জনশক্তি গড়তে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই:  বিএনএ সম্পাদক

দক্ষ জনশক্তি গড়তে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই:  বিএনএ সম্পাদক

বিএনএ, ফেনী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। দেশের আরো উন্নয়ন করতে হলে দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত  করতে হবে। দক্ষ জনশক্তি গড়তে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।

সোমবার (২১ফেব্রুয়ারী) দুপুরে  রৌশন ফকির দরগাহ মাদ্রাসার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ) সম্পাদক, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি মিজানুর রহমান মজুমদার একথা বলেন।
রৌশন ফকির দরগাহ মাদ্রাসার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সরদারের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় ছবক প্রদান করেন প্রধান আলোচক বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনে কেন্দ্রীয় নেতা, ফেনী জেলা শাখার সভাপতি ও ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ ভূঁইয়া।
রৌশন ফকির দরগাহ মাদ্রাসার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উত্তর যশপুর দারুস ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল হান্নান, অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ হাফেজ বেলাল আহাম্মদ, অডিটর সদস্য মোঃ ইস্রাফিল মজুমদার ও ব্যবসায়ী মির্জা জুলফিকার হায়দার শিমুল প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রৌশন ফকির দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেন চৌধুরী।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Total Viewed and Shared : 135 


শিরোনাম বিএনএ