27 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম আন্দোলনকারীদের

প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম আন্দোলনকারীদের

প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম আন্দোলনকারীদের

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় লোকজনের সাথে সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটামসহ ছয় দফা দাবি পেশ করে আন্দোলনকারীরা। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ দাবি তোলেন।

তাদের অন্যান্য দাবি সমূহের মধ্যে রয়েছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাসে প্রত্যাবর্তন, হল খুলে দিয়ে মৌলিক সেবা নিশ্চিত করা এবং হামলার সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করাসহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অস্থিরতার দায় প্রশাসনকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের সামিয়া হাসান নামের এক ছাত্রী এসব দাবি তুলে ধরে বলেন, এ ঘটনায় রাষ্ট্রদ্রোহী মামলা করার কথা বলছে প্রশাসন। তবে আমরা বলতে চাই অজ্ঞাত কারও নামে এ মামলা করা যাবেনা। কারণ কারা হামলায় জড়িত এটা সবাই জানে। মামলার জন্য আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ