29 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » কাদের মির্জার সব কর্মসূচি প্রত্যাহার

কাদের মির্জার সব কর্মসূচি প্রত্যাহার

কাদের মির্জার সব কর্মসূচি প্রত্যাহার

বিএনএ, কোম্পানীগঞ্জ : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

লাইভে মির্জা বলেন, নোয়াখালীর রাজনীতিতে চলমান সংকট নিরসনের সবার আস্থার শেষ ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নেত্রীর সিদ্বান্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আমার ইতঃপূর্বে ঘোষিত সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।

একই সঙ্গে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে শিগগিরই সব সমস্যার সমাধান ও কমিটিতে দলের ত্যাগী নেতাদের স্থান হবে বলেও আশা করেন তিনি।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ