35 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » দৃশ্যম টুতেও জুটি অজয়-টাবু

দৃশ্যম টুতেও জুটি অজয়-টাবু

টাবু

বিনোদন ডেস্ক: মালায়ালাম ছবি ‘দৃশ্যম টু’ রয়েছে আলোচনার কেন্দ্রে। করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহের বদলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মোহনলাল অভিনীত ছবিটি। দারুণভাবে প্রশংসিত ‘দৃশ্যম টু’র হিন্দি রিমেক হতে চলেছে। প্রথম কিস্তির মতো কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন অজয় দেবগণ ও টাবু।

বলিউড হাঙ্গামা জানায়, চলতি বছরের শেষ দিকে হিন্দি ‘দৃশ্যম টু’র শুটিং শুরু হবে। মুক্তি পাবে পরের বছর। কয়েক বছর আগে মুক্তি পাওয়া নিশিকান্ত কামাত পরিচালিত ‘দৃশ্যম’ বলিউডের অন্যতম সাসপেন্স থ্রিলার হিসেবে পরিচিতি। মালায়ালাম দ্বিতীয় কিস্তির ঘোষণার পরই এর হিন্দি স্বত্বের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন অজয় ও প্রযোজক কুমার মঙ্গত। এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন এ ছবির পেছনে টাকা ঢালবেন। ইতিমধ্যে অভিনেতা নিজের শিডিউল ফাঁকা রেখেছেন। টাবুকে নিয়ে বছরের দ্বিতীয়ার্ধে শুটিং ফ্লোরে ছুটবেন।

তবে নিশিকান্ত কামাতের মৃত্যুর কারণে পরিচালক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সংশ্লিষ্টদের। ইতিমধ্যে বেশ কয়েকজন নির্মাতার নাম এসেছে আলোচনায়। সেখানে বাঙালি পরিচালক সুজয় ঘোষও আছেন। তবে প্রযোজকেরা চাইছেন মালায়ালামের মতো হিন্দি ‘দৃশ্যম টু’ মূল নির্মাতা যিথু জোসেফই তৈরি করুন।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’-এ অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন শ্রিয়া সরণ। তাদের দুই মেয়ে হন ইশিতা দত্ত ও মৃণাল যাদব। নতুন ছবিতে অজয়-টাবু ছাড়া বাকিরা থাকবেন কি-না জানা যায়নি।

বিএনএনিউজ/এমএইচ

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ