30 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - জুন ৩, ২০২৪
Bnanews24.com
Home » বিপন্ন প্রজাতির ভাল্লুক উদ্ধার, আটক ১

বিপন্ন প্রজাতির ভাল্লুক উদ্ধার, আটক ১

বিপন্ন প্রজাতির ভাল্লুক উদ্ধার, আটক ১

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পাচারকালে বিপন্ন প্রজাতির দুটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) জেলার চকরিয়ার পানখালী নামে এক গ্রাম থেকে ভাল্লুক শাবক দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দীপক দাশ নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

তিনি জানান, বিপন্ন প্রজাতির এশিয়ান দুটি ভাল্লুক শাবক পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে লুকিয়ে রাখার খবর পায় পুলিশ। এর সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীনের নেৃতত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান শুরু করে। এক পর্যায়ে পানখালী এলাকার দীপক দাশের বাড়ি থেকে শাবক দুটি উদ্ধার করা হয়। এসময় দীপক দাশকে আটক করা হয়।

পুলিশ সুপার আরও জানান, আটক দীপক স্বীকার করেছে তিনি বন্যপ্রাণী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন তিনি চকরিয়া থেকে নানা ধরনের বন্যপ্রাণী পাচার করে আসছিলো।

গ্রেপ্তার দীপক দাশের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ