24 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি জনগণের টাকা হরিলুট করেছে: ভূমিমন্ত্রী

বিএনপি জনগণের টাকা হরিলুট করেছে: ভূমিমন্ত্রী

বিএনপি জনগণের টাকা হরিলুট করেছে: ভূমিমন্ত্রী

বিএনএ,আনোয়ারা (চট্টগ্রাম): ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন,আওয়ামীলীগের শাসন আমল মানে  উন্নয়ন। বিএনপির শাসনামলে দেশের কোনো উন্নয়ন হয়নি। তারা জনগণের টাকা হরিলুট করেছে। পাঁচ বারের দুর্নীতির চ্যাম্পিয়নই তারই প্রমাণ।

শনিবার (২১ জানুয়ারি) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ও বিজ্ঞান ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের লীগের শাসনামলে দেশে উন্নতি হচ্ছে। নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের স্বপ্ন পূরণ হয়েছে। আনোয়ারা সিক্স লাইন, পদ্মা সেতুর মত প্রকল্প আজকের আওয়ামীলীগের উন্নয়নের প্রতিচ্ছবি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় করোনা পরবর্তী পৃথিবীতে বাংলাদেশ আজ মজবুত অবস্থানে আছে।

এ সময় তিনি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়ে আপনাদের দায়িত্ব শেষ নয়। আপনার সন্তান কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে কিনা, কারো খারাপ সঙ্গ পাচ্ছে কিনা, ক্লাস ফাঁকি দিচ্ছে কিনা এই বিষয়গুলোর প্রতি আপনাদের নজর দিতে হবে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল ইসলাম, আনোয়ারা উপজেলার আঃ লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আঃ লীগের সভাপতি ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মুমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বৈরাগ ইউপি নোয়াব আলি, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহর কান্তি পাল, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশুচন্দ্র দেবনাথ, সাবেক প্রধান শিক্ষক নীহারিন্দ্র বড়ুয়া প্রমুখ।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ