21 C
আবহাওয়া
৮:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ৫ আরোহীসহ পদ্মায় ডুবল মাইক্রোবাস

৫ আরোহীসহ পদ্মায় ডুবল মাইক্রোবাস

৫ আরোহীসহ পদ্মায় ডুবল মাইক্রোবাস

বিএনএ, মানিকগঞ্জ:  মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস পদ্মায় ডুবে গেছে। তবে সবাইকে  জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জের আরিচা ফায়ার স্টেশনের অফিসার মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরিচা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,  ঘন কুয়াশার কারণে রাত ১২টার পর  ফেরি চলাচল বন্ধ ছিল। সকালে ফেরি চলাচল শুরু হওয়ার পর ঘাটে ওঠার আগে মাইক্রোবাস পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থল থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ