17 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মার্কিন ভাইস প্রেসিডেন্ট টুইটে যা বললেন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট টুইটে যা বললেন

কমলা হ্যারিস

সেবার জন্য প্রস্তুত বলে জানিয়ে নিজের প্রথম টুইট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। টুইট বার্তায় লিখেছেন, সেবার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট। শপথ নেওয়ার আগে আরেক টুইট বার্তায় কমলা তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সেই টুইটে কমলা বলেছেন, আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি। দেশটির স্থানীয় সময় বুধবার(২০ জানুয়ারি) দুপুর নাগাদ শপথ নেন কমলা হ্যারিস। কমলা হ্যারিসকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।

Loading


শিরোনাম বিএনএ