28 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বাস ভাংচুর, বিএনপির ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বাস ভাংচুর, বিএনপির ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


বিএনএ , ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহি চলন্ত বাস ভাংচুর করার ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মীকে আসামী করে মামলা করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বাদী হয়ে বিএনপির ১০ নেতাকর্মীর নামে ও অজ্ঞাত ১০ জনকে আসামী করে মামলা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  মঙ্গলবার বিকাল ৩ টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ময়মনসিংহ পাটগোদাম ব্রীজ মোড় থেকে ছেড়ে যায় যাত্রীবাহি শ্যামল ছায়া পরিবহনের একটি বাস। বাসটি ময়মনসিংহ-কিশোরগঞ্জের মহাসড়কের রামগোপালপুর নামক এলাকায় যেতেই আগে থেকেই উৎপেতে থাকা দেশে দুর্বৃত্তরা দেশিয় অস্ত্র দিয়ে গাড়ি ভাংচুর করে। এসময় গাড়ি দাঁড় করালে যাত্রীরা ভয়ে নেমে যায়। পরে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাদের ধাওয়া করে রামগোপালপুর ইউনিয়নের উরকুনা গ্রামে গিয়ে তাদের কয়েকজনকে আটক করে একটি বাইকে আগুন দেয় এবং তাদের মারধর করে। পরে কৌশলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ