বিএনএ ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সম্মতি পেলে চলতি মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২০ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ। চলতি মাসেই ফল প্রকাশের একাধিক তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমতির জন্য পাঠানো হয়েছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সম্মতিরও প্রয়োজন আছে। সম্মতি পেলেই ফল প্রকাশ করা হবে বলে জানান আমিরুল ইসলাম।
তিনি আরও বলেন,২৩ থেকে ৩০ ডিসেম্বর মধ্যে ফল প্রকাশের টার্গেট রয়েছে। তবে যদি সংশ্লিষ্ট কর্তৃক্ষের অনুমতি পাওয়া যায়, তাহলে তারও আগে, ফল প্রকাশ করা হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয়েছে ২৩ নভেম্বর। করোনার কারণে চলতি বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয় সরকার।
বিএনএনিউজ/আরকেসি,জিএন