15 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাককে বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাককে বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাককে বাসের ধাক্কা, নিহত ২

বিএনএ ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালিবোঝাই ট্রাককে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন যাত্রী। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে  উপজেলা জিরো পয়েন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। তিনি বলেন, বিকেলে ত্রিশাল উপজেলা জিরো পয়েন্টের সামনে বালিবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। সে সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এরপর বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক এবং ট্রাকের এক হেলপার মারা যান। আহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ