35 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » ইউনিভার্সিটি সেইন্স ইসলাম পরিদর্শনে আইআইইউসি প্রতিনিধিবৃন্দ

ইউনিভার্সিটি সেইন্স ইসলাম পরিদর্শনে আইআইইউসি প্রতিনিধিবৃন্দ

“আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের(আইআইইউসি) প্রতিনিধিবৃন্দের ইউনিভার্সিটি সেইন্স ইসলাম, মালয়েশিয়া (ইউএসআইএম) পরিদর্শন”

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের(International Islamic University Chittagong) (আইআইইউসি) প্রতিনিধিবৃন্দ,  আইআইইউসির সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফের নেতৃত্বে, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসরুরুল মওলা এবং রিসার্স এন্ড পাবলিকেশন সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান;  ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) পরিদর্শন করেন।

ইউএসআইএম’র সম্মানিত ভাইস-চ্যান্সেলর, প্রফেসর Ts. ড. শরিফউদ্দিন মোঃ শারানী তার অফিস কক্ষে আইআইইউসি প্রতিনিধিদের অভ্যর্থনা জানান।

উক্ত বৈঠকে ইউএসআইএম-এর  ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিক ও আন্তর্জাতিক) অধ্যাপক ড. মো. রাধি ইব্রাহিম, ইউএসআইএম-এর এসিস্ট্যান্ট ভাইস-চ্যান্সেলর (স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন) প্রফেসর ড. মোঃ ইয়াহিয়া মোহাম্মদ আরিফিন, ইউএসআইএম-এর এসিস্ট্যান্ট ভাইস চ্যান্সেলর (ইনকাম জেনারেশন এন্ড ফাইনেন্সিয়াল সাস্টেইনিবিলিটি) ড. আসমাদ্দি হারিস, সেন্টার ফর গ্র্যাজুয়েট স্টাডিজ (সিজিএস) এর ডীন প্রফেসর Ts. ড. নরিতা মোঃ নরওয়াউই, সিজিএস এর ডেপুটি ডীন (একাডেমিক অ্যাফেয়ার্স) এসোসিয়েট প্রফেসর ড. ফারিজা পুঠে বেহক, ডেপুটি ডীন (একাডেমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি) এসোসিয়েট প্রফেসর ড. ফরিদা হাজওয়ানি মোঃ রিদজুয়ান,  ড. মাজিয়াতুসিমা ইশহাক (কোয়ালিটি কো-অর্ডিনেটর, সিজিএস), জনাব আখদিয়াত আব্দুল মালেক (কো-অর্ডিনেটর, সিজিএস), সিজিএস এর ডেপুটি রেজিস্ট্রার মোঃ নুর আদলিনা আদেনান এবং সিজিএস এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোহাম্মদ আকাশাহ আবদ রশিদ উপস্থিত ছিলেন।

ইউএসআইএম’র সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রশংসা করে বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ে এমওএ’র অধীনে এখন অব্ধি সাতজন আইআইইউসি ফ্যাকাল্টি সদস্য তাদের পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করেছেন। বর্তমান ১৯ জন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন, যাদের মধ্যে অনেকেই অতিশিগ্রই তাদের ডিগ্রী লাভ করবেন।

এসময় আইআইইউসি ইউএসআইএম এর ক্যাম্পাসের একটি স্যাটেলাইট ক্যাম্পাস প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও দুপক্ষের মাঝে আলোচনা হয়েছে।

পরিশেষে, ইউএসআইএম’র সম্মানিত ভাইস-চ্যান্সেলর, প্রফেসর Ts. ড. শরিফউদ্দিন মোঃ শারানী আইআইইউসি প্রতিনিধিদের তাদের সহযোগিতামূলক কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান। এই দুইটি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার এইসকল সহযোগিতামূলক কর্মকান্ডে প্রভাবে উভয় শিক্ষা প্রতিষ্ঠান উপকৃত হবে এবং ভবিষ্যতে আইআইইউসি ইউএসআইএম এর সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।

Total Viewed and Shared : 112 


শিরোনাম বিএনএ