30 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ওয়াসা এলাকায় মেরিডিয়ান গ্রুপের নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।রোববার (২০ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে নগরীর বাওয়া স্কুলের পাশে নির্মাণাধীন এ ভবনে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়কটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, , ‘ওয়াসা মোড়ের মেরিডিয়ান নামক একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে কিছু ফোম রাখা ছিল। সে ফোমে শ্রমিকরা সিগারেট ফেলে। পরে সিগারেটের আগুন ছড়িয়ে যায়।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ