30 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » আর্টিলারি হামলায় ৬০ রুশ সেনা নিহত: ইউক্রেন

আর্টিলারি হামলায় ৬০ রুশ সেনা নিহত: ইউক্রেন


বিএনএ, বিশ্বডেস্ক :  ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আর্টিলারি হামলায় প্রায় ৬০ জনের মতো রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এতে করে গত চারদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো একক কোনো ঘটনায় বড় হতাহতের দাবি করল দেশটি।

রোববার (২০ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের হামলায় রুশ সেনাদের প্রাণহানির এই তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণে মিখাইলকভা শহরে গোলাবর্ষণ করলে রুশ সেনাদের প্রাণহানির এই ঘটনা ঘটে। রাশিয়ার সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে শহরটি পরিত্যাগ করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ