28 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - জুন ১১, ২০২৩
Bnanews24.com
Home » লেস্টার সিটির জালে চেলসির ৩ গোল

লেস্টার সিটির জালে চেলসির ৩ গোল

লেস্টার সিটিকে হারাল চেলসি

বিএনএ,স্পোর্টসডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। শনিবার(২০ নভেম্বর) লেস্টার সিটির মাঠ কিং পাওয়ার স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

১২ ম্যাচে ৯ জয় ২ ড্র ও ১ হারে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টমাস টুখেলের দল। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয়,৩ ড্র ও ৫ হারে ১৫ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে ব্রেন্ডন রজার্সের দল।

প্রথমার্ধে আন্তোনিও রুডিগার ও এন’গোলো কান্তে এগিয়ে থাকে চেলসি। দ্বিতীয়ার্ধে গোল করে জয় নিশ্চিত করে ক্রিশ্চিয়ান পুলসিক।

ম্যাচের চর্তুদশ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে নেন আন্তোনিও রুডিগার। সতীর্তের ডান পাশের ক্রস থেকে হেডে লেস্টারের জালে বল জড়ান এই জার্মান।

ম্যাচের ২৮ তম মিনিটে ব্লুজদের লিড দ্বিগুন করেন এন’গোলো কান্তে। বক্সের ভেতরে ঢুকে বাম পায়ের জোরালো শটে সাবেক ক্লাব লেস্টারসিটির জালে বল পাঠায় এই ফরাসি মিডফিল্ডার।

৬২ তম মিনিটে কাই হাভার্টজের বদলি নামে ক্রিশ্চিয়ান পুলসিক । এর ১০ মিনিট পর গোল করে ব্যবধান ৩-০ করেন এই আমেরিকান মিডফিল্ডার।

বিএনএ/এমএম

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ