26 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রামপুরা থেকে কন্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

রামপুরা থেকে কন্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

কন্ঠশিল্পী মনি কিশোরে

ঢাকা: নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কয়েক দিন ধরে নিখোঁজ থাকার পর, বাড়ির মালিক সন্দেহ করে পুলিশকে জানালে, পুলিশ রামপুরা টিভি সেন্টার রোডের ৩৩৫ নম্বর বাড়ি থেকে শিল্পী মনিরের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং পুলিশ ধারণা করছে তিনি প্রায় তিন-চার দিন আগে মারা গেছেন। মনি কিশোর বিভিন্ন রোগে ভুগছিলেন।

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন, রেডিও ও টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও অডিওতে তার অবদান বেশি। তার অন্যতম জনপ্রিয় গানগুলো মধ্যে রয়েছে “কী ছিলে আমার,” “সেই দুটি চোখ কোথায় তোমার,” “তুমি শুধু আমারই জন্য,” “মুখে বলো ভালোবাসি,” এবং “আমি মরে গেলে জানি তুমি।” বিশেষ করে তার সবচেয়ে জনপ্রিয় গান “কী ছিলে আমার,” যা তিনি নিজেই লিখেছেন ও সুর করেছেন। তিনি প্রায় ২০টির মতো গান রচনা ও সুর করেছেন।

তার প্রকৃত নাম ছিল মনি মণ্ডল, কিন্তু কিশোর কুমারের ভক্ত হওয়ায় তিনি নিজের নামের সাথে ‘কিশোর’ যুক্ত করেন।

বিএনএনিউজ২৪এসজিএন

Loading


শিরোনাম বিএনএ