বিএনএ, বিশ্বডেস্ক :গাজায় বেড়েই চলছে নিহতের সংখ্যা ।ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। নিহতের ৪০ শতাংশই শিশু। শুক্রবার(২০ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরার প্রেস ব্রিফিংয়ের বরাতে এ তথ্য জানায় আল-জাজিরা।
আল-জাজিরা জানায়, নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু রয়েছে। হামলায় আহত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। আহতের সংখ্যা বেশি হওয়ায় সবাইকে হাসপাতালের বেডে সেবা দেওয়া যাচ্ছে না। হাসপাতালের মাটিতে ও বারান্দায় অনেকের অপারেশন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান, স্থল এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল।
বিএনএ নিউজ/ ওজি