18 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৩১, ২০২৪
Bnanews24.com
Home » আট বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

আট বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী


বিএনএ,চট্টগ্রাম: আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। মঙ্গলবার(২০ আগস্ট) সকাল ১০টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় । চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য জানান।

জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, “আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। পর্যায়ক্রমে সেগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাকে সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন।”

আসলাম চৌধুরীর আইনজীবী কেএম সাইফুল ইসলাম জানান, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।২০১৩ সালের ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পরও তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাকে মুক্তির আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তুমুল আলোচনা শুরু হয়। ওই বছরের ১৫ মে ঢাকার ক্ষিলখেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরীকে। রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ২০টি মামলা আছে।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরে একে একে আরও অনেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিএনএ নিউজ/ রেহানা, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ