29 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে একজনের মৃত্যু

বিএনএ, ঢাকা :  রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারমিন আক্তার (২৩)নামের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উর্দু বিভাগের এক শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান। শারমিন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা আবাসিক হলে থাকতেন।

শারমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী সায়েম। সায়েম বলেন, ‘গত পাঁচ দিন আগে আমার বোন শারমিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এরপর আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। তারপরও আমার বোনকে বাঁচাতে পারলাম না। শুক্রবার সকালে সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে।’
শারমিনের মৃত্যুর বিষয়ে অবগত আছেন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফেরাত করি। আমাদের সকল শিক্ষার্থীদের সচেতনতা অবলম্বন করার আহ্বান জানাই।’

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ