23 C
আবহাওয়া
২:২৯ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে তালেবানদের হানা

আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে তালেবানদের হানা

আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে তালেবানদের হানা

বিএনএ, বিশ্বডেস্ক :  কান্দাহার ও হেরাতের ভারতীয় দূতাবাসে হানা দিয়েছে তালেবানরা। দূতাবাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়া হয়েছে বলে  ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে। এ ছাড়া ছাড়া দূতাবাসের সামনে থাকে  তালেবানরা গাড়ি ছিনতাই করেছে বলে অভিযোগ করা হচ্ছে। ভারতের এই দু’টি দূতাবাসই বন্ধ ছিল।

আফগানিস্তানে ভারতের চারটি দূতাবাস রয়েছে। কাবুল ছাড়াও কান্দাহার, হেরাত ও মাজার-ই-শরিফে ভারতের দূতাবাসগুলি কাজ করে। তালেবান ক্ষমতা দখল করার আগে থেকেই  এই দূতাবাসগুলি বন্ধ করে দেওয়া হয়।  তালেবান ক্ষমতা দখল করার পর মঙ্গলবার কাবুল থেকে ১৭০ জনকে উদ্ধার করে ভারত। উদ্ধার করা হয় ভারতের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মী ও সেই সব ভারতীয়দের, যাঁরা আফগানিস্তানের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন।

আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডোন জানিয়েছেন, ২০০ জনকে শেষ তিনদিনে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাধারণ ভারতীয় নাগরিকদেরও ফিরিয়ে আনা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ