30 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » গ্যাস সংকটে বন্ধ চিটাগাং সার কারখানার উৎপাদন

গ্যাস সংকটে বন্ধ চিটাগাং সার কারখানার উৎপাদন


বিএনএ, চট্টগ্রাম : গ্যাস সংকটের কারণে বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, ‘গ্যাস সরবরাহে ঘাটতি থাকায় কারখানা বন্ধ রাখা হয়েছে।’

সিইউএফএলের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কারখানার ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু কারখানার পাইপ লাইনে গ্যাসের চাপ কমতে শুরু করলে উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Total Viewed and Shared : 136 


শিরোনাম বিএনএ