20 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে একটি বাড়ির টয়লেট থেকে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালশা গ্রামের সলিম বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন তাইজাল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন ও তাদের ছয় বছর বয়সী ছেলে আনাজ। তাইজাল কুয়েত প্রবাসী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের দেওয়া সংবাদে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের বাড়ির বাথরুম থেকে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। নিহত এই নারীর স্বামী কুয়েত প্রবাসী তাইজেল বিশ্বাস। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা একটি আত্মহত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান।

ওসি আরও বলেন, একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে মনিরা তাঁর স্বামী ও স্বামীর বড় ভাইয়ের দুই মেয়ের নাম লিখে গেছেন। বলা হয়েছে, তাঁদের মৃত্যুর জন্য এই তিনজন দায়ী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানায় মামলা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ