34 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » টিকটক ভিডিও বানানোর সময় বজ্রপাতে ২ তরুণী আহত

টিকটক ভিডিও বানানোর সময় বজ্রপাতে ২ তরুণী আহত


বিএনএ, শরীয়তপুর : বৃষ্টিতে ভিজে টিকটকের জন্য ভিডিও বানানোর সময় শরীয়তপুরে দুই তরুণী আহত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুর ২ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা ভবনের ছাদে টিকটক করার সময় এ ঘটনা ঘটে। ভবনটিতে একটি ফ্লোর ভাড়া নিয়ে ইসলামী চক্ষু হাসপাতাল তাদের কার্যক্রম পরিচালনা করতো।

আহতরা হলেন হাসপাতালের ক্লিনার মেঘলা আক্তার (২৫) ও অভ্যর্থনা কর্মী ইয়াসমিন আক্তার (২১)। আহত মেঘলা আক্তার শরীয়তপুর সদরের চিতলিয়া ইউনিয়নের গাজার বাজার এলাকার সুলতান আহমেদের মেয়ে। অন্যদিকে ইয়াসমিন আক্তার মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাট গ্রামের রেজাউল বেপারীর মেয়ে। মুক্তিযোদ্ধা

ইয়াসমিন আক্তার বলেন, বৃষ্টি শুরু হলে আমরা দু’জন মিলে ছাদে ভিজতে যাই। এসময় মেঘলা আমাকে ভিডিও করতে বললে আমি ভিডিও করার সময় দুর্ঘটনা ঘটে।

হাসপাতালটির চেয়ারম্যান মোস্তফা কামাল দুই স্টাফ আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর মধ্যে ইয়াসমিন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন ও মেঘলা অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বজ্রাঘাতে আহত হওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ