31 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » আ’লীগের নড়াইল জেলার সদস্য হলেন মাশরাফী ও তার বাবা

আ’লীগের নড়াইল জেলার সদস্য হলেন মাশরাফী ও তার বাবা


বিএনএ, নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে সদ্যঘোষিত নড়াইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি সদস্য এবং তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

রোববার (২০ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইতপূর্বে গত বছরের ৩১ ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১৯ সালের ৩ ডিসেম্বর। দেড় বছর পর পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।

বিএনএনিউজ২৪, এসজিএন

Total Viewed and Shared : 135 


শিরোনাম বিএনএ