বিএনএ,চট্টগ্রাম: রাজশাহীর বাগমারা হত্যাকাণ্ডের দুই পলাতক আসামিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে থানার রাহাত্তারপুল এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার খোরশেদ আলম এবং একই জেলার ভুটু প্রামানিক।
যৌথ বাহিনী জানায়, পুরনো শত্রুতার জেরে গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা থানা এলাকার রনশিবাড়ী বাজারে আব্দুর রাজ্জাক প্রামানিকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন আমিনুল ইসলাম। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাককে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন আমিনুল। কিন্তু পুলিশ তাকে হেফাজতে নেয়ার আগ মুহূর্তে স্থানীয় জনতা হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে।
এই ঘটনায় অজ্ঞাত এক হাজার-১২শ জনকে আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মিডিয়া উইংয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মেজর সাদমান সাকিব। তিনি বলেন,গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যৌথ অভিযান চালিয়ে বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় থেকে পলাতক আসামি খোরশেদ আলম এবং ভুটু প্রামানিক গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, ‘পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে তাদেরকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ