26.7 C
আবহাওয়া
১১:৩৬ অপরাহ্ণ - মে ২০, ২০২৫
Bnanews24.com
Home » নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

বিএনএ,ঢাকা: রাজধানীর ডেমরা থানায় ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে (৩১) গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেন।

ঘটনার বিষয়ে ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি ফোন কল পেয়ে ডেমরার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নোবেল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে তাকে ডেমরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়।

নোবেল এসব নির্যাতনের ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করে তরুণীকে ব্ল্যাকমেইল করে আসছিলেন বলেও জানান ওসি মাহমুদুর রহমান।
তিনি আরও জানান, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়- নোবেল এক তরুণীকে চুল ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিচ্ছেন। ভিডিওটি দেখে তরুণীর পরিবার তাকে শনাক্ত করেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় এসে ৯৯৯-এ কল করেন।

পুলিশ জানায়, নোবেল সীমান্ত পেরিয়ে বিদেশে পালানোর পরিকল্পনা করছিলেন এবং এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।

বিএনএনিউজ/ এএন

Loading


শিরোনাম বিএনএ
রাত ১টার মধ্যে রাজধানীসহ ১৯ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ বুধবার শুরু হচ্ছে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনের নামে নতুন গেজেট গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল খালেদা জিয়াকে মুর্খ বলার প্রতিবাদ করে চাঁদাবাজি মামলায় জেলহাজতে যুবদল নেতা রাজশাহীর দুই পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার গত ১৫ বছর দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা অবশেষে চবি’র মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট ২৩ ঘন্টা পর ভেসে উঠলো শঙ্খনদীতে নিখোঁজ যুবকের মরদেহ