28 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

বিএনএ, ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদন গ্রহণ করে তার জামিন মঞ্জুর করেন।

নুসরাত ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, আদালতের কাছে উপস্থাপিত যুক্তি ও প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনার পর বিচারক জামিনের আদেশ দেন।

এর আগে, গত ১৮ মে থাইল্যান্ডগামী ফ্লাইট ধরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পরদিন সোমবার তাকে আদালতে হাজির করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বিকেল আড়াইটার দিকে নুসরাত ফারিয়াকে পুলিশি প্রহরায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই