32 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইবির বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্ব

ইবির বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্ব


বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার জেলার (ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  সোমবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি আরমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের রাকিবুল ইসলাম (রাকিব) এবং মার্কেটিং বিভাগের রনি সাহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। তারা উভয়ে স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

৪৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্য হিসেবে সহ সভাপতি আবুল বাশার, ইনাম মাহমুদ, মো. সাইফুল্লাহ, মো. জালাল আহমেদ, তাজবীর আলম, মশিউর রহমান, মো. মাহফুজ আহমেদ, এস এম সৌরভ শেখ, মো. আজিজ মল্লিক, অমিও শাহা, রমজান খান, ইয়াসিন মাহমুদ, মোশাররফ শেখ, হাসিবুর হোসাইন, পল্লব সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক সামিরা ইদ্রিস, প্লাবন বিশ্বাস, শাহ পরাণ, মো. সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক বিজন কৃষ্ণ রায়, উজ্জল হোসেন, লাইনুল নাহার, মো. হেমায়েত, মাহমুদুল্লাহ খান ছোটন, যায়িদ বিন ফিরোজ, খাইরুজ্জামান সানি, প্রচার সম্পাদক আব্দুল আল মামুন, সহ প্রচার সম্পাদক মো. সাইদ খান, কোষাধ্যক্ষ সাব্বির সাওন, সহ কোষাধ্যক্ষ জান্নাতুল মিষ্টি, সহ কোষাধ্যক্ষ মো. ফাহাদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ দপ্তর সম্পাদক শেখ রাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক তন্ময় বিশ্বাস, মো. সিফাত হোসেন, ক্রীড়া সম্পাদক শাহারিয়ার নাজিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সেতু ইসলাম, নারী বিষয়ক সম্পাদক নওশিন জাহান, সারাবান তহুরা, রনক জাহান, রোহিনী বিশ্বাস, সহ নারী বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন, সমাজ কল্যাণ বিষয় সম্পাদক মিনহাজুল মিনহাজকে পদায়ন করা হয়েছে।

নব গঠিত কমিটির সভাপতি রাকিব জানান, জেলা কল্যাণ হলো এমন একটা জায়গা যেখানে আমরা যারা বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসি তাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখে। আমাদের নতুন কমিটির উদ্দ্যেশ্যও প্রায় একই। জেলার সবাইকে ঐক্যবদ্ধ করে রেখে, তাদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এছাড়াও নতুন যারা ভর্তি হতে আসে তাদের সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করা।

বিএনএ/তারিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ