36 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ৩১৩ জনের মৃত্যু, শনাক্ত ৭২ হাজার ছাড়াল

করোনায় আরও ৩১৩ জনের মৃত্যু, শনাক্ত ৭২ হাজার ছাড়াল

করোনায় আরও দুইজনের মৃত্যু

বিএনএ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩১৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৯৫৬ জন। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপান ও তাইওয়ানে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায় ।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯১ হাজার ৭০ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৫৭২ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ১০৭ জনের মৃত্যু হয়েছে জাপানে। একই সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ২৩৯ জনে। অন্যদিকে তাইওয়ানে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫২০ জনে।

করোনায়  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ  যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৬৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর একই সময়ে দেশটিতে মারা গেছেন ১২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ৩৬, চিলিতে ১৮, পেরু ১৪, ফিলিপাইনে ১৩ ও দক্ষিণ কোরিয়ায় ১২ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ