37 C
আবহাওয়া
৮:২৭ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কুবির রোকেয়া চেয়ার হলেন অধ্যাপক ড. মনিরুজ্জামান

কুবির রোকেয়া চেয়ার হলেন অধ্যাপক ড. মনিরুজ্জামান


বিএনএ, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রোকেয়া চেয়ার’ হিসাবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান। বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানে হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর বিশ্ববিদ্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান বলেন, রোকেয়া চেয়ার সম্মানজনক। মূলত বেগম রোকেয়ার প্রতি সম্মান রেখে এই ‘রোকেয়া চেয়ার’ পদবি দেওয়া হয়। যদিও আমি মৌলিক গবেষণা করি। আমার এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানেই। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের মধ্য থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে সেটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন সিনিয়র অধ্যাপককে প্রতি দুই বছরের জন্য ‘রোকেয়া চেয়ার’ পদে ভূষিত করা হবে। ইউজিসি থেকে তাদেরকে নানামুখী সুযোগ সুবিধা প্রদান করা হবে।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ