15 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » জিতল বাংলাদেশ

জিতল বাংলাদেশ

জিতল বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতল বাংলাদেশ। বঙ্গবন্ধু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে সফকারীদের হারিয়েছে সাকিব বাহিনী।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় দল দুইটি। প্রথমে প্রথমে ব্যাটিং করে মোটে ১২২ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়রা। ক্যারিবিয়ানদের ব্যাটিং এ ধসের রুপকার সাকিব আল হাসান। তার বলেই কুপোকাত হয় সফরকারীরা। ২০১৯ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব।

জয়ের জন্য দরকার ১২৩ রান। মামুলি টার্গেট। তবে যেভাবে সহজ করে জিতবে আশা করেছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তা হয়নি। জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশকে কঠিন সময় উপহার দিয়েছেন ক্যারিবীয় বোলাররা। বিশেষ করে স্পিনার আকিল হোসেন একাই ২৬ রানে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে চাপে ফেলার চেষ্টা করেছেন।

বিনা উইকেটে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলে নিয়েছিল ৩৯ রান। দুই ওপেনারের মাঝে তামিম কিছুটা আগ্রাসী ভঙ্গিতে খেলেছেন। রয়ে-সয়ে খেলেন আরেক ওপেনার লিটন। তবে আকিল হোসেনের ঘূর্ণিতে বোল্ড হয়ে তাকে ফিরতে হয় ব্যক্তিগত ১৪ রানে। সাকিবের জায়গায় ব্যাটিংয়ে নামা শান্ত ১ রান নিতেই আউট হন আকিলের বলে। আর তামিম আউট হয় হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকে। স্টাম্পড আউটের শিকার হন তিনি।

পরে মুশফিকুর রহিম-সাকিব আল হাসান মিলে এগিয়ে নিতে থাকেন দলকে। কিন্তু সাকিবকে বিদায় দিয়ে বাংলাদেশের ওপর কিছুটা চাপ সৃষ্টি করেন আকিল হোসেন। ১৯ রান করা সাকিব ফেরেন বোল্ড হয়ে। এ পরিস্থিতিতে জয় পেতে কিছুটা সময় নিয়ে খেলতে থাকেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত তাদের ব্যাটেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ জয় নিশ্চিত করেছে ৩৩.৫ ওভারে। মুশফিক অপরাজিত ছিলেন ১৯ রানে, মাহমুদউল্লাহ ৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১২২ (আমব্রিস ৭, যশুয়া ৯, ম্যাককার্থি ১২, জেসন ১৭, মেয়ার্স ৪০, বনার ০, পাওয়েল ২৮, রিফার ০, জোসেফ ৪, আকিল ১, হোল্ডার ০*; রুবেল ৬-০-৩৪-০, মুস্তাফিজ ৬-০-২০-২, হাসান ৬-১-২৮-৩, সাকিব ৭.২-২-৮-৪, মিরাজ ৭-১-২৯-১)।
বাংলাদেশ: ৩৩.৫ ওভারে ১২৫/৪ (লিটন ১৪, তামিম ৪৪, শান্ত ১, সাকিব ১৯, মুশফিক ১৯*;, মাহমুদউল্লাহ ৯*; জোসেফ ৮-৩-১৭-০, হোল্ডার ৩-০-২৬-০, আকিল ১০-১-২৬-৩, জেসন ৮-০-১৯-১, ম্যাককার্থি ২-০-১০-০, বনার ২.৫-০-১৫-০)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ