30 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » জয়োল্লাস করতে গিয়ে প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

জয়োল্লাস করতে গিয়ে প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

জয়োল্লাস করতে গিয়ে প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

বিএনএ: যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোলের পর জয়োল্লাস করতে গিয়ে প্রাণ গেল এক আর্জেন্টিনা সমর্থকের। নির্মাণাধীন ব্রিজের রড বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য কাটাখাল ব্রিজ এলাকায় বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় উল্লাস করতে গিয়ে পা পিছলে পার্কের পাশে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়েন রাকিব। এতে পিঠে রড বিঁধে মারাত্মক আহত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাকিববে মৃত ঘোষণা করেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ