28 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » আজ বিশ্ব পুরুষ দিবস

আজ বিশ্ব পুরুষ দিবস

আজ বিশ্ব পুরুষ দিবস

বিএনএ, ঢাকা: আজ ১৯ নভেম্বর পালিত হচ্ছে ‘বিশ্ব পুরুষ দিবস’। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘হেল্পিং মেন অ্যান্ড বয়েজ’। পুরুষদের মধ্যে লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দিবসটি উদযাপিত হয়।
সারা বিশ্বের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়েছিল। ড. জেরোম তিলক সিং পুরুষের অবদানের স্বীকৃতির দানের জন্য এ উদ্যোগ নিয়েছিলেন। এজন্য তার বাবার জন্মদিনে প্রথম বিশ্ব পুরুষ দিবস উদযাপিত হয়।

শুরুর বছরগুলোতে পুরুষ দিবস ক্যারিবীয় অঞ্চলে দারুণ সমর্থন পেয়েছিল। ক্যারিবীয় এই উদ্যোগটি এখন সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, হাইতি, জ্যামাইকা, হাঙ্গেরি, মাল্টা, ঘানা, মলদোভা, কানাডাসহ বিভিন্ন দেশে উদযাপিত হয়। দিন দিন দিবসটির জনপ্রিয়তা বাড়ছে।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ