25 C
আবহাওয়া
৬:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

বিএনএ চট্টগ্রাম: সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ( ১৯ অক্টোবর) সম্প্রীতি মিছিল বের করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। মিছিলটি নগরীর কাজির দেউরি থেকে বের হয়ে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সে সময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতারা।

এদিকে, হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রামের সংবাদকর্মীরাও। চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।দেশের বিভিন্নস্থানে মন্দির-মণ্ডপ আর বাড়িঘরে হামলার বিচার দাবি করেন তারা। আর সাম্প্রদায়িক হামলার বিচার এবং অপশক্তিকে রুখে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

অন্যদিকে বর্বরোচিত হামলার বিচার চেয়ে প্রতিকী অনশন পালন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। জেএমসেন হল চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত এউ কর্মসূচি পালন করে তারা ।

এছাড়া এসব মানববন্ধন, সম্প্রীতি মিছিল এবং অনশন কর্মসূচিতে মন্দির, মণ্ডপ আর বাড়িঘরে হামলায় জড়িতদের বিচার দাবি করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ