28.2 C
আবহাওয়া
৯:২৯ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » আবার বিচ্ছেদের পোস্ট দিলেন নুসরাত

আবার বিচ্ছেদের পোস্ট দিলেন নুসরাত

নুসরাত

বিএনএ বিনোদন ডেস্ক:  নাম নুসরাত জাহান। ধর্ম ইসলাম। পরিচিতি পেয়েছেন টালিউডে। সেখানকার প্রথম সারির নায়িকা তিনি। এছাড়া পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজয়ী একজন সাংসদ নুসরাত। তাই ধর্ম-বর্ণের বাঁধ মানেন না তিনি। তার জীবনে এখন সুখের সীমা নেই। নতুন করে সংসার পেতেছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। প্রথমবারের মতো মা হয়েছেন। সঙ্গী ও সন্তান নিয়ে আনন্দেই কাটছে তার দিন। কিন্তু হঠাৎ নুসরাতের স্ট্যাটাসে পাওয়া গেল বিচ্ছেদের ইঙ্গিত! তবে সেটা প্রেমের সম্পর্কে নয়, বন্ধুত্বে। অর্থাৎ কোনো বন্ধুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত লিখেছেন, ‘জীবনের লক্ষ্য সম্পর্কে যখনই কেউ সিরিয়াস হয়, তখনই হয় বন্ধু বিচ্ছেদ। সে কারণেই বুগাটির (বিলাসবহুল গাড়ি) দুটো সিট আর বাসের সিট ৩০টি।’

টালিউডে নুসরাতের বন্ধু হাতেগোনা। তারা হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। এদের মধ্যেই কি কেউ তার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছেন? জবাব পাওয়া যায়নি। কারণ তিনি কারো নাম উল্লেখ করেননি।

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে গত এক বছর ধরে সংসার করছেন নুসরাত। তবে তারা বিয়ে করেছেন কিনা, জানা যায়নি। গত আগস্টে যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। কয়েক দিন আগে যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেন। যেটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এরপর থেকেই কোনো বন্ধুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ