25 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » ফেসবুক ১০ হাজার লোক নেবে 

ফেসবুক ১০ হাজার লোক নেবে 

ফেসবুক একাউন্ট bnanews হ্যাকড

বিএনএ, বিশ্বডেস্ক : সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক ১০ হাজার লোক নেয়ার পরিকল্পনা করছে।  ইউরোপীয় ইউনিয়ন থেকে এ জনবল নিয়োগ দেয়া হবে। খবর বিবিসি।

যাদের নিয়োগ দেয়া হবে তারা ‘মেটাভার্স’ নামের  প্রযুক্তি নিয়ে কাজ করবেন।

মেটাভার্স হচ্ছে একটি অনলাইন দুনিয়া, যেখানে মানুষজন ভার্চুয়াল পরিবেশে গেমস খেলা, কাজ করা এবং যোগাযোগ বজায় রাখতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটি সাধারণত ভিআর হেডসেট ব্যবহার করে সম্পাদন করা হয়। এ প্রযুক্তি এতটাই নিখুঁত হবে যে ব্যবহারকারীদের মনেই হবে না তারা ঘটনাস্থলে সশরীর উপস্থিত নেই।

এক পোস্টে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, মেটাভার্সের মাধ্যমে নতুন সব সৃজনশীল, সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। আর শুরুতে ইউরোপের বাসিন্দাদের হাত ধরেই এটি গড়ে উঠবে।

আগামী পাঁচ বছরের জন্য চাকরির এই সুবর্ণ সুযোগ পাবেন ইইউভূক্ত দেশগুলোর নাগরিকরা, বিশেষ করে যারা ‘উচ্চ দক্ষতাসম্পন্ন প্রকৌশলী’।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ