27 C
আবহাওয়া
৯:০১ পূর্বাহ্ণ - অক্টোবর ৪, ২০২৩
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় নদীতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

মালয়েশিয়ায় নদীতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

নদীতে ডুবে

প্রবাস ডেস্ক:  মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ে জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশে সারওয়াক নদীতে ডুবে প্রবাসী বাংলাদেশি ইরফান সাদিক (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ)।

সারাওয়াক ফায়ার অপারেশনস সেন্টার জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাদুঙ্গান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং পিপিডিএ বাটু লিন্টাংয়ের বেশ কয়েকজন কর্মী। বিকেল ৫টা ৫৬ মিনিটে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ) ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে তাকে খুঁজে পায়। পরে রেসকিউ টিম তার মরদেহ উদ্ধার করে।

মৃত শিক্ষার্থী ইরফান সাদিক সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তী পদক্ষেপের জন্য সাদিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর Foreign student drowns in Sarawak River

বিএনএ,জিএন/ হাসনাহেনা

Total Viewed and Shared : 19,082 


শিরোনাম বিএনএ