34 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মিডিয়ার ওপর চাপ না দিতে তালেবানের প্রতি আহবান

মিডিয়ার ওপর চাপ না দিতে তালেবানের প্রতি আহবান

আফগানিস্তানের সাংবাদিক, সংবাদপত্র, অনলাইন মিডিয়া, রেডিও টিভি চ্যানেলগুলোর ওপর নিউজ সংক্রান্ত ও অন্য কোন ইস্যুতে চাপ না দিতে তালেবান সরকারের প্রতি আহবান

বিএনএ,বিশ্ব ডেস্ক : আফগানিস্তানের সাংবাদিক, সংবাদপত্র, অনলাইন মিডিয়া, রেডিও টিভি চ্যানেলগুলোর ওপর নিউজ সংক্রান্ত ও অন্য কোন ইস্যুতে চাপ না দিতে তালেবান সরকারের প্রতি আহবান জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা। আর্থিক সংকট, সরকারের অলিখিত চাপ, হুমকি এবং সাংবাদিকদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবার আশংকায় দেশটির ১৫০টির বেশি মিডিয়া প্রতিষ্ঠান এ মুহুর্তে বন্ধ রয়েছে। এতে ৭হাজারের বেশি সাংবাদিক ও মিডিয়া কর্মী ও তাদের পরিবার এবং বিনিয়োগ বিপর্যয়ের মুখোমুখি।সূত্র: 8am.af

কোডাক খবরের নির্বাহী পরিচালক জাফর শাহ রয়িই বলেন, বর্তমানে আফগানিস্তানে সাংবাদিকগণ স্বসেন্সরশীপে কাজ করছেন। তাদেরকে সরকার এবং অন্যকোন বিষয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে জোর জবরদস্তি করা হচ্ছে।

আরও পড়ুন : আফগানিস্তানে সিরিজ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭

আইএফজে সেক্রেটারি এন্থনি বেলাঞ্জার আফগানিস্তানে সাংবাদিক ওপর অত্যাচার নির্যাতন বৃদ্ধিতে গভীর উদ্ধেগ প্রকাশ করে বলেন,তালেবানরা ক্ষমতা দখল করার পর একহাজার আফগান অপরাধি বন্দীকে তালেবানরা কারাগার থেকে ছেড়ে দিয়েছে। এটি সাংবাদিক ও সংবাপত্রের ওপর খুব হুমকি স্বরুপ।

বিএনএনিউজ২৪ডটকম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ