31 C
আবহাওয়া
৩:৩৩ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

বিএনএ,জাবি : নড়াইলের লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘অস্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধে ধর্ম -বর্ণ নির্বিশেষে লড়াই করেছি।

স্বাধীনতার ৫০ বছর পার হলেও সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে আমরা কাজ করতে পারছি না। বাংলাদেশে বিশেষত ১৯৭৫ এর পর থেকে রাজনীতিতে একটা সাম্প্রদায়িক দল লালন পালন হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা না দিতে পারা মুসলিম সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমরা শিক্ষক সমাজ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আছি এবং থাকব।

তিনি আরও বলেন, ধর্মের নামে বিভিন্ন গোষ্ঠী তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ধর্মান্ধ গোষ্ঠীকে লালনপালন করছে। হামলাকারীদের পিছনে কারা আছে এবং কারা হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি লুট করেছে তা তদন্ত করে বের করা হোক। সরকার যদি জঙ্গী দমন করতে পারে তাহলে এদেরকেও দমন করা সম্ভব।’

ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এক ধর্মের মানুষ সে যদি নিজের ধর্ম মানে তাহলে সে অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করতে পারে না৷ আমরা কথায় কথায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবী করি আসলে কতটা নিরপেক্ষ তা এখন প্রশ্নবিদ্ধ। একের পর সংখ্যালঘুদের উপর হামলা হয়েই যাচ্ছে। কারা হামলা করছে, এদের পিছনে আসলে ইন্ধন দিচ্ছে কারা তদন্ত করা হোক, তদন্ত করে তাদেরকে বের করে বিচার করা হোক এবং তাদেরকে জাতির সামনে উন্মোচন হোক।’

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগোল কৃষ্ণ দাস বলেন, ‘আমরা সবার আগে বাঙালি তারপর আমাদের ধর্ম। কখনোই ধর্ম আমাদের বাঙালি পরিচয়ের আগে হতে পারে না। একের পর এক হামলা, লুটের পর দেখা যায় প্রশাসন প্রায় নিশ্চুপ থাকে। প্রশাসনের ভিতরই অনেক সাম্প্রদায়িক ঘাপটি মেরে আছে। তাদেরকেও খুজে বের করে বিচারের আওতায় আনা হোক।’

এছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাহার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ফাহমিদা আক্তার এবং একই বিভাগের অধ্যাপক শৈবাল, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম সেলিম প্রমুখ।

বিএনএনিউজ২৪.কম/সানভীর/এনএএম

Loading


শিরোনাম বিএনএ