26 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এসময় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধারের পাশাপাশি নিজেদের দুই সদস্য আহত হওয়ার দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার (১৯ জুলাই) ভোররাতে গফরগাঁও যশরা ইউনিয়ন এর বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র‌্যাবের টহল দল। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। র‌্যাব পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাতরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে আহত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ