31 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » এলএনজি আমদানি, ওমানের সাথে চুক্তি স্বাক্ষর আজ

এলএনজি আমদানি, ওমানের সাথে চুক্তি স্বাক্ষর আজ


বিএনএ, ঢাকা: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে পেট্রোবাংলা এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের মধ্যে আজ( সোমবার) চুক্তি স্বাক্ষরিত হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ওমান থেকে এক থেকে দেড় মিলিয়ন টন এলএনজি আমদানি করছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ওমানের সঙ্গে বিদ্যমান চুক্তির অতিরিক্ত হিসেবে ১০ বছরের জন্য একটি চুক্তির অধীনে আরও এক মিলিয়ন মেট্রিক টন আমদানি বাড়ানো হবে।

দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রতিদিন প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) চাহিদা চার হাজার এমএমসিএফডির বিপরীতে প্রায় এক হাজার এমএমসিএফডির ঘাটতি রয়েছে। মোট উৎপাদনের মধ্যে ৭০০ এমএমসিএফডি আমদানি করা হয় এবং দুই হাজার ৩০০ এমএমসিএফডি আমদানি করা হয়।

বিএনএ/ ওজি/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ