35 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » সাংবাদিকদের কাছে বিশ্বকাপ একাদশ চাইলেন পাপন

সাংবাদিকদের কাছে বিশ্বকাপ একাদশ চাইলেন পাপন


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর প্রায় পাঁচ মাস বাকি। অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে এরই মধ্যে আলোচনা কারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে। এই আলোচনার মধ্যেই সাংবাদিকদের কাছে বিশ্বকাপ একাদশ চাইলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১৮ মে) মিরপুরে বিশেষ চাহিদা সম্পন্নদের একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শেষে সংবাদ মাধ্যমের সামনে আসেন বোর্ড সভাপতি। তখনও মাহমুদউল্লাহকে সাত নম্বরে খেলানো নিয়ে প্রশ্ন উঠলে সাংবাদিকদের কাছে একাদশ চান তিনি,  ‘এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি, কিন্তু ওখানে অনেকে মনে হয়েছে ক্রিকেট নিয়ে কোন ধারণাই নেই, কিন্তু মন্তব্য করেই যাচ্ছে। আপনারা এখানে যারা আছেন তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই অনেক জানেন, আমার চেয়ে বেশি জানেন এমন বহু লোক আছে। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাইব যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কি বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কি মনে করেন কাকে খেলানো উচিত। ‘

একাদশ নিয়ে নিজের প্রাথমিক পছন্দ জানাতে গিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কী আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছিল। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নেবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।’

মাহমুদউল্লাহর মতো সিনিয়র ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডে নিয়ে বসিয়ে রাখা ঠিক হবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, ‘ওই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আফিফ, মাহমুদউল্লাহ দুজনই ব্যাটিং অনুযায়ী থাকতে পারে। রাব্বি চোট থেকে আসার পর তেমন কোনো পারফর্মেন্স করেনি। আপনি যদি বোলিংয়ে চিন্তা করেন এখানে এগিয়ে থাকবে আফিফ, মোসাদ্দেক। মাহমুদউল্লাহও করতে পারে। ফিল্ডিংও যদি চান তাহলে আমার মনে হয় আফিফ ওদের উপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে। কী চান, আমার মনে হয় একদিন আপনাদের ডেকে নাম চাইব।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ